ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাইসির মৃত্যুতে নরেন্দ্র মোদির শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ২০ মে ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি ‘গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় মোদি বলেন, ‘তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ইরানের এই দুঃসময়ে ভারত দেশটির পাশে রয়েছে।’

ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান বহু বছর ধরে দক্ষিণ এশীয় এ জায়ান্ট দেশের কাছে একটি প্রধান তেল সরবরাহকারী দেশ। এদিকে ভারত হচ্ছে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এক্সে পোস্টে এক বার্তায় বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসির এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লাহহিয়ানের মৃত্যুর খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন।

তিনি বলেন, ‘তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে রয়েছি।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি