রাউলের একমাত্র গোলে অ্যাথলেটিকো বিলবাও এর জয়
প্রকাশিত : ১০:৩১, ২৫ এপ্রিল ২০১৭
স্প্যানিস লা লিগায় রাউলের একমাত্র গোলে এইবারকে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো অ্যাথলেটিকো বিলবাও।
এস্তাদিও মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। ২৭ মিনিটে সান জোসের হেড বাইলে গেলে গোলের সহজ সুযোগ হারায় বিলবাও। এরপর ৫৬ মিনিটে বিলবাওয়ের মুনিয়ানকে অবৈধভাবে বাধা দিলে এসকালান্তেকে লালকার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ নিয়ে খেলতে হয় এইবারকে। খেলার অতিরিক্ত সময়ের ৪ মিনিটে ফ্রি-কিকের বল গোলরক্ষক ওয়েল ফিরিয়ে দিলেও শেষরক্ষা হয়নি। ফিরতি বলে গোল করে বিলবাওকে মূর্যবান ৩ পয়েন্ট এনে দেন রাউল।