ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টে জয় পেতে ৩০ রান দূরে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৫ আগস্ট ২০২৪ | আপডেট: ১৫:৩০, ২৫ আগস্ট ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টে অপেক্ষা করছে রোমাঞ্চ। যেখানে চমক দেখাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ১৪৬ রানে অলআউট করেছে টাইগাররা। এতে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

এদিন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন দুই স্পিনার মেহেদী মিরাজ এবং সাকিব আল হাসান। দুজনের মিলে শিকার করেছেন ৭ উইকেট। ড্রয়ের পথে যাওয়া টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে বাংলাদেশের বোলাররা। 

পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের তোপের মুখে মধ্যাহ্নবিরতির আগেই ৬ উইকেট হারায় পাকিস্তান। বিরতি থেকে এসে আর মাত্র ২৮ রান যোগ করতেই বাকি ৪ উইকেট চলে যায় পাকিস্তানের।

চতুর্থ দিনে আব্দুল্লাহ শফিক ১২ ও শান মাসুদ ৯ রানে অপরাজিত ছিলেন। পঞ্চম দিনে খেলতে নেমে শুরুতেই মাসুদের উইকেট হারায় পাকিস্তান। তাকে ফিরিয়ে পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।

দলীয় ২৮ রানে ৩৭ বলে ১৪ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমকে সঙ্গে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শফিক। তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

বাবর ৫০ বলে ২২ ও সৌদ শাকিল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। বাবরকে আউট করেন নাহিদ রানা। আর শাকিলকে বোকা বানান সাকিব আল হাসান।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও শফিক মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা। তবে সাকিব ও মেহেদি হাসান মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। 

শফিক ৮৬ বলে ৩৭ ও আঘা সালমান খালি হাতে সাজঘরে ফিরে যান। 

এরপর বাংলাদেশের সামনে কাঁটা হয়ে দাঁড়ান মোহাম্মদ রিজওয়ান। খুররম শেহজাদকে নিয়ে ২৪ রানের জুটি করেন তিনি। এরমধ্যে হাঁকিয়ে ফেলেন ফিফটিও। তবে রিজওয়ানকে ফিফটির পর বেশিদূর যেতে দেননি মিরাজ। ৮০ বলে ৫১ রান করা পাকিস্তানের ডানহাতি এই ব্যাটারকে বোল্ড করে দেন টাইগার স্পিনার।

এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ৫৬৫ রানের পাহাড় গড়ে অলআউট হয় বাংলাদেশ। এতে টাইগারদের লিড হয় ১১৭ রানের।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি