ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাকেশ শর্মার বায়োপিকে শাহরুখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে ‘জিরো’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন বলিউড কিং খান শাহরুখ। এরই মধ্যে তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। তিনি মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য চরিত্রে নাকি তাকেই দেখবে দর্শক।

প্রথমে শোনা গিয়েছিল মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আমির খান। কিন্তু এখন শোনা যাচ্ছে, আমির নয়, ওই চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত শাহরুখের পক্ষ থেকে কোন প্রকার ঘোষণা দেওয়া হয়নি।

তবে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মুহূর্তে ‘জিরো’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। অন্য কোনও সিনেমায় এ মুহুর্তে চুক্তিবদ্ধ হচ্ছেন না। তবে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে মিটিং চলছে। খুব শীর্ঘ হয়তো নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন।

সেই নতুন সিনেমাই রাকেশ শর্মার বায়োপিক হতে পারে বলে ধারণা করছে কেউ কেউ। এমনকি আগামী সেপ্টেম্বর থেকে টানা দু’মাস শুটিং করতে চাইছেন শাহরুখ। তারপর তিনি ‘জিরো’র প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন। সব কিছু ঠিক থাকলে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে ‘জিরো’।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি