ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

প্রকাশিত : ২২:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯

রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মংসিনু মারমা ও মো. জাহিদ। সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় সূত্র জানায়, মংসিনু সম্প্রতি চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারপন্থি গ্রুপে যোগ দিলেও আগে তিনি সন্তু লারমার নেতৃত্বাধীন অংশের কর্মী ছিলেন। জাহিদ এক সময় ছাত্রলীগ করতেন।

সংস্কারপন্থি জেএসএসের তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সুধাকর ত্রিপুরা অভিযোগ করেছেন, সন্তু গ্রুপের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওই এলাকায় তাদের সশস্ত্র সদস্য ছাড়া কারও অবস্থান নেই। তবে জেএসএসের (সন্তু লারমা) দায়িত্বশীল এক নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে কাগিগড়পাড়ায় ফরেস্ট অফিসের সামনে অবস্থান করছিলেন মংসিনু ও জাহিদ। একদল দুর্বৃত্ত অতর্কিতে সেখানে এসে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মংসিনু ও জাহিদ।

স্থানীয়দের কাছে খোঁজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, জাতীয় নির্বাচনের আগে মংসিনু মারমা সন্তু লারমার গ্রুপ ছেড়ে সংস্কারপন্থিদের সঙ্গে যোগ দেন। এর প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি