ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে নির্বাচন নিয়ে বিভিন্ন দলের প্রার্থীরা উদ্বেগ-উৎকণ্ঠায়

প্রকাশিত : ১২:৫৩, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৩, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটি জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। নিরাপত্তার সংকটে কয়েকটি ইউনিয়নে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দেয়ায় এরইমধ্যে পেছানো হয়েছে নির্বাচন। কিন্তু, তারপরও সাড়া মিলছে না প্রার্থীদের। এর কারণ হিসেবে জনসংহতি সমিতি সহ কয়েকটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতাকে দায়ি করছেন প্রধান দলের নেতারা। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশ যখন উৎসবমুখর, তখন ভিন্ন চিত্র রাঙামাটিতে। বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতায় থমথমে পরিবেশ গোটা জেলায়। এ’কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ভয় পাচ্ছেন অনেকে। তৃতীয় দফার নির্বাচনে রাঙামাটির ৪৯টি ইউনিয়নের নাম ছিল তফসিলে। জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ তিনটি আঞ্চলিক সংগঠন সমর্থিত ১২১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও, আওয়ামী লীগ ১৮টিতে এবং বিএনপি ২৯টিতে প্রার্থী দিতে পারেনি। এ’ অবস্থায় রাঙামাটি জেলায় নির্বাচন পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। তবে, আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাহাড়ী জনপদের বাসিন্দাদের চাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি