ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এবারের ঈদে পর্যটনে দারুণ প্রভাব পড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২৭ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৪, ২৭ জুন ২০১৭

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এবারের ঈদে পর্যটনে দারুণ প্রভাব পড়েছে। ঈদের ছুটির এই সময়টাতেও হোটেল-মোটেলগুলো একেবারে ফাঁকা। অগ্রিম বুকিং বাতিল করায় পর্যটন ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। 

নয়নাভিরাম এমন দৃশ্য পুরো রাঙামাটি জুড়েই। এখানকার আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে ঝুলন্ত সেতু, শুভলং ঝর্না, রাজ বন বিহার, জেলা প্রশাসনের বাংলো, চাকমা রাজবাড়ী, বালুখালী কৃষি খামার, টুকটুক ইকোভিলেজ, সাংপাং রেস্টুরেন্ট আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা।

পাহাড়ের এসব সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ঈদের ছুটির সময়টাতে ঢল নামে পর্যটকদের। কিন্তু এবার চিত্র ভিন্ন। গেল ১৩ জুন পাহাড় ধসের পর অনেকেই হোটেল-মোটেলের বুকিং বাতিল করেছেন।

ঈদের এই সময়টাতে পর্যটক না থাকায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

প্রাকৃতিক দুর্যোগের কারণে পর্যটকদের আগ্রহ সাময়িকভাবে কমে গেলেও শিগগিরই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশা তাদের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি