রাঙামাটিতে বিদেশি ফল রামবুটান চাষ (ভিডিও)
প্রকাশিত : ১৭:৩১, ১৫ আগস্ট ২০১৯
বিদেশি ফল রামবুটান। রাঙামাটিতে এ ফলের চাষ হচ্ছে বানিজ্যিক ভিত্তিতে। বাজারে চাহিদা আছে, দামও ভালো । তাই আগ্রহ বাড়ছে রামবুটান চাষে।
রাঙামাটির রাঙ্গাপানির সময়ন চাকমা। ২০০৭ সালে তার ছোট ভাই থাইল্যান্ড থেকে দুটি রামবুটান বীজ নিয়ে আসেন। সেই থেকে শুরু। এরপর ২০১২ সালে রামবুটান গাছে ফুল আসে, ফল ধরতে শুরু করে। ২০১৬ সালে রামবুটানের বানিজ্য চাষ শুরু করেন তিনি।
সময়ন চাকমা রামবুটানের চারাও বিক্রি করছেন। প্রতিটি চারার দাম ১২০ টাকা। আর প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকা। তার কাছ থেকে চারা নিয়ে যাচ্ছে রাঙামাটি হর্টিকালচার সেন্টার এবং এলাকার কৃষকরা। চারা যাচ্ছে খাগড়াছড়ি ও বান্দরবানে।
এ পর্ষন্ত চাষী সময়ন চাকমা রামবুটান ফল বিক্রি করে ৮ লাখ টাকা আয় করেছেন। তাকে দেখে উৎসাহিত অন্য চাষীরা।
লাভজনক ফল রামবুটান চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের সহযোগিতা প্রত্যাশা করছেন স্থানীয় লোকজন ।
আরও পড়ুন