ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

রাঙামাটির জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

প্রকাশিত : ১৮:১৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৭, ২৮ মার্চ ২০১৭

রাঙামাটির নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের  মতবিনিময় সভা হয়েছে। রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানকারী মোহাম্মদ মানজারুল মান্নান সকালে  জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। সেসময় জেলা প্রশাসক জেলায় সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে স্থানীয় গণমাধ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা  কামনা করেন। পাশাপাশি রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গরুপে চালুর বিষয়ে সর্বাত্মক সহায়তা দেবেন বলে  আশ্বাস দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি