ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটির জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা

প্রকাশিত : ১৮:১৬, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৭, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

রাঙামাটির নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের  মতবিনিময় সভা হয়েছে। রাঙামাটিতে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদানকারী মোহাম্মদ মানজারুল মান্নান সকালে  জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। সেসময় জেলা প্রশাসক জেলায় সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখতে স্থানীয় গণমাধ্যকর্মীদের সর্বাত্মক সহযোগিতা  কামনা করেন। পাশাপাশি রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গরুপে চালুর বিষয়ে সর্বাত্মক সহায়তা দেবেন বলে  আশ্বাস দেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি