রাঙ্গামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন
প্রকাশিত : ১৩:০০, ১১ জুন ২০১৭
রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িতদের শাস্তি এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে রাঙ্গামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
তিন পার্বত্য জেলায় হরতাল ডাকা হলেও, খাগড়াছড়িতে হরতাল হচ্ছে না। হরতালে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের কারণে ওই দুই জেলায় গণপরিবহন চলছে না, বন্ধ রয়েছে দোকানপাট। এদিকে, যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নকে হত্যা ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন ২ জনকে শনিবার খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাইনী নদীতে তল্লাশি চালিয়ে মোটর সাইকেলটি উদ্ধার করেন নৌবাহিনীর ডুবুরিরা। এদিকে, পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন