ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাঙ্গামাটিতে বাড়ছে পর্যটকদের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতেও জল-পাহাড়ে ঘেরা রাঙ্গামাটিতে পর্যটকের ভিড়। জেলার নৈসর্গিক পরিবেশ বরাবরই আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। যথাযথ অবকাঠামো গড়ে উঠলে, এই এলাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যটকরা।

পাহাড়-হ্রদ-নদী-ঝরণার অপূর্ব মিশেলে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি। পাহাড়ের জীব বৈচিত্র‌্য আর কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যে্য মুগ্ধ পর্যটকরা। করোনা মহামারির মধ্যেও শীতের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটিতে আসছেন পর্যটকরা।

আগত পর্যটকরা জানান, খুব ভালো লাগছে। ইউটিউবে রাঙ্গামাটির সৌন্দর্য্য দেখেছি, তা দেখেই এখানে এসেছি। এতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য রক্ষণাবেক্ষণ করা জরুরি।

অন্য আরেক পর্যটক জানান, এখানে না আসলেই বুঝতেই পারতাম না যে এখানকার প্রকৃতি এতো সুন্দর। 

এদিকে পর্যটন অবকাঠামোর ঘাটতির অভিযোগ পর্যটকদের। নিঃসর্গ কন্যা রাঙ্গামাটিকে আরও আর্কষণীয় করে গড়ে তোলার দাবি তাদের।

পর্যটকরা জানান, এখানে আদিবাসীর মন্দির আছে আর শুভলংয়ের যে পাহাড়ি ঝর্ণা আছে- এগুলো না দেখলে বুঝবে না যে এখানের সৌন্দর্য্যটা কোথায়। সরকার চেষ্টা করছে, আরেকটু যদি উন্নত করতে পারে তাহলে যাতায়াতে সুবিধা হবে। তখন সবাই আসতে পারবে।

রাঙ্গামাটির প্রকৃতির ওপর নির্ভর করে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছেন পর্যটকরা।
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি