ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানী ছাড়ছেন মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন দেশের নানান অঞ্চলের ঘরমুখো মানুষ। 

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায়, ভিড় এড়াতে আগেই পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন চাকরিজীবীরা।

তারা জানান, ঈদের ছুটি শুরু হলেই যাবেন চাকরিজীবীরা। তবে, সেই ভিড়ে পরিবার নিয়ে দুর্ভোগ এড়াতেই আগেভাগে পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন তারা। পাশাপাশি এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না বলেও জানান তারা। তবে অগ্রিম টিকিটের ক্ষেত্রে ভাড়া কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

তবে, বাস কাউন্টার কর্তৃপক্ষ জানান, এখন পর্যন্ত যাত্রীর চাপ তেমন নেই। ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগও নেই।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি