রাজধানী মুখো মানুষের স্রোত
প্রকাশিত : ১৮:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:২২, ১৯ সেপ্টেম্বর ২০১৬
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানী মুখো মানুষের স্রোত। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলস্টেশ ও বাস টার্মিনালগুলোতে ছিলো যাত্রীদের ভীড়। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়ায় ২টি ফেরিঘাট দিয়ে স্বল্প পরিসরে যানবাহন পারাপার চলছে।
সদরঘাট লঞ্চ টারমিনালে এই চিত্র বলছে আবার রাজধানীতে মানুষের কর্মব্যস্ততা শুরু হচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ পালন শেষে ঢাকা ফেরা যাত্রীরা বলছেন, কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ করতে পেরে খুশি তারা।
কমলাপুল রেলস্টেশনেও ছিলো যাত্রীদের ভীড়। তাদের অভিযোগ টিকিট পেতে ভোগান্তি হয়েছে। তবে নিরাপদে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা।
রাজধানীর বাস টার্মিনাল গুলোতে বাড়িফেরা মানুষের ভির ছিল চোখে পড়ার মত।
এদিকে রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে ২টি ফেরিঘাট বন্ধ আছে। দুইটি ঘাট দিয়ে যানবাহন পারাপার চলছে। সকালে ঘাট এলাকায় যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
আরও পড়ুন