ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৫, ৩১ ডিসেম্বর ২০১৭

থার্টি ফার্স্ট উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীবাসীর নিরাপত্তায় বিভিন্ন স্থানে মোতায়েন করা রয়েছে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ । নিরাপত্তায় বাড়তি থাকছে ডিএমপির সোয়াট ও র‌্যাবের ডগ স্কোয়াড। সঙ্গে নগরজুড়ে র‌্যাবের হেলিকপ্টার টহল।

রোববার রাতে দেখা যায়, গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। তল্লাশি চৌকিতে তল্লাশির মাধ্যমে আবাসিক এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

চেকপোস্টগুলোতে র‌্যাব পুলিশ ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন। যেসব স্থানে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে সেখান ডগ স্কোয়াড দিয়ে আগেই সুইপিং করা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে বোমা ডিসপোজাল ইউনিট।

ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তায় আগেভাগেই কোনো উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানিয়েছেন ডিএমপি।

রাত ৮টার মধ্যে গুলশান এলাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। প্রবেশ পথগুলোতে র‌্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্যণীয়।

রোববার রাত ৯টার দিকে গুলশান-২ এলাকায় র‌্যাবের ডগস্কোয়াড সুইপিং করতে দেখা যায়। গুলশান-২ এর সড়কে যানবাহনে তল্লাশি করা হচ্ছে।

থার্টি ফার্স্টের নিরাপত্তা নিয়ে র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, এবার বিপুলসংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকছে। কাজ করছে ডগস্কোয়াড। এবার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আকাশ পথে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। রাজধানীর গুলশান, ঢাবি এলাকা ও উত্তরাসহ গুরুত্বপূর্ণ এলাকা হেলিকপ্টার টহলে নজরদারি রাখা হচ্ছে। এজন্য হেলিকপ্টারে লাগানো হয়েছে উচ্চতর সোডিয়াম লাইট। নির্দিষ্ট স্থানে লাইট দিয়ে স্পষ্ট সব দেখা যাচ্ছে। রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত হেলিকপ্টার টইল চলবে।

এর আগে শনিবার ডিএমপি কমিশনার মো. অাছাদুজ্জামান মিয়া সংবাদ সম্মেলনে বলেন, যদি কেউ চার দেয়ালের মধ্যে নববর্ষ উদযাপন করতে চান তাতে কোনো বাধা নেই। তবে অনুষ্ঠানের পূর্বেই পুলিশকে জানাতে হবে। রাস্তায় যদি কেউ অপ্রীতিকর কাজ করে তাকে আইনের আওতায় আনা হবে।

৩১ ডিসেম্বর সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত ঢাকা শহরের সব বার বন্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এ দিন রাতে কেউ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে পারবে না। ডিএমপি চলাচলের জন্য দিকনির্দেশনা দিয়েছে ইতোমধ্যে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি