ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর পশ্চিম রামপুরার একটি বাসা থেকে মো. নিয়াজ মোরশেদ নাদিম (২০) নামের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলাম বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই বলেন, নিহত শিক্ষার্থীর স্বজনদের থেকে জানা যায়, সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। কী কারণে গলায় ফাঁস দিয়েছে তা জানার চেষ্টা চলছে।

নিহত নাদিমের চাচা মসিউদ্দিন বলেন, আমার ভাতিজা ইউটিউবার ছিল। কী কারণে সে গলায় ফাঁস দিয়েছে- এ বিষয়ে আমরা কিছু জানি না।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার কাটবনিয়ায়। তারা পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের একটি বাসায় থাকতো।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি