ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাজধানীতে এসি বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৪:২২, ১১ ফেব্রুয়ারি ২০২০

সাম্প্রতিক সময়ে দেশে আশংকাজনকহারে বাড়ছে এসি বিস্ফোরণের ঘটনা- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে আশংকাজনকহারে বাড়ছে এসি বিস্ফোরণের ঘটনা- সংগৃহীত

রাজধানীর ইসলামপুরে শীতাতপ নিয়ন্ত্রক (এসি) মেরামত করার সময় বিস্ফোরণের ঘটনায় আলামিন (২০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল সোমবার রাতে আশিক (২১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। 

জানা যায়, সোমবার বিকেলে ১২ তলা বিশিষ্ট ইসলামপুর লায়ন টাওয়ারের ছাদে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আলামিন, আশিক ও আরিফ নামে তিন শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই দগ্ধদের রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা। পরে তাদের ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিনই আশিক ও আজ আলামিনের মৃত্যু হয়। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ‘মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেয়া হয়েছে। দগ্ধ অপর একজন চিকিৎসাধীন রয়েছে।’

দগ্ধরা সবাই কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। ঠিকাদারের মাধ্যমে ঐ ভবনে পুরাতন এসি মেরামতের কাজ করছিলেন তারা।

এমএস/এআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি