ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীতে এসি বিস্ফোরণে যাদুশিল্পীসহ দগ্ধ ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৫ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:০৭, ৫ আগস্ট ২০১৯

রাজধানীর কাঁঠালবাগানে এসি সিলিন্ডার বিস্ফোরণে যাদুশিল্পী লিটনসহ পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দু’জন শিশু রয়েছে।

সোমবার সকালে বক্স-কালভার্ট রোডের চারতলা বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মনিরুজ্জামান লিটন (৩৮), তার স্ত্রী টুম্পা আক্তার (৩০), মেয়ে লাইবা (৭) ও লিবান (৮ মাস)।

বার্ন ইউনিট সূত্রে জানা যায়- লিটনের শরীরের ৫০ শতাংশ, টুম্পার ২৫, লাইবার ১৭ ও লিবানের ৭ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, ওই বাসায় পরিবার নিয়ে থাকেন জাদুশিল্পী লিটন। সকালে ওই বাসা থেকে একটি বিকট শব্দ হয় শোনা যায়। পরে তাদের রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভেতরে গিয়ে চারজনকে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। তখন দ্রুত তাদের ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রায়হানুল আশরাফ জানান, সোমবার ভোরে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে আশপাশের লোকজন। পরে দোতলার বাসায় মধ্যে প্রবেশ করে দেখি সবকিছু আলো জ্বালানো। এসির গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি