রাজধানীতে ওয়েবস্টার ইউনিভার্সিটির পার্টনারস মিটআপ অনুষ্ঠিত
প্রকাশিত : ১৫:৪৫, ৪ জুন ২০২৪
শিক্ষা, সহযোগিতা এবং বৈশ্বিক উন্নয়নের প্রতি শেয়ারিং পার্টনারশিপে ওয়েবস্টার ইউনিভার্সিটির মিট আপ প্রোগ্রাম আয়োজন করে।
সোমবার ৩ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে এজেন্ট ছাড়াও বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ব্লেরিনা পোলোভিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যান্ড ওভারসিস রিকোয়েন্টমেন্ট এর সহকারী পরিচালক সৈয়দ জাহিদুন নবী, পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিমসহ অন্যান্যরা।
ব্লেরিনা পোলোভিনা বলেন, ওয়েবস্টার ইউনিভার্সিটি সবসময় বিশ্বব্যাপী শিক্ষার পরিবেশ তৈরি করতে কাজ করে যাচ্ছে এবং যা শিক্ষার্থীদের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত করবে। বাংলাদেশে আমাদের অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিান আরও বলেন, ১০০ বছরেরও বেশি পুরনো ওয়েবস্টার ইউনিভার্সিটি আমিরকার অন্যতম একটি সেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর মধ্যে ২০২৪ এ ওয়েবস্টার ইউনিভার্সিটি ৩২ নাম্বার র্যাংকিং এ রয়েছে। তারা ১৬০ টিরও বেশি প্রোগ্রাম অফার করছে শিক্ষার্থীদের। পাশাপাশি প্রতিনিয়ত বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন এবং সেই পথকে আরো সহজ করতে এবং সামনের দিন গুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি করতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে কেক কেটে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
/আআ/
আরও পড়ুন