ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে কম্বলে মোড়া লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৭, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে এক ব্যবসায়ীর কম্বলে মোড়ানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।


রফিকুল ইসলাম (৬৫) নামের ওই ব্যাক্তি কমলাপুরের পীর জঙ্গি মাজারের পাশে পান-সিগারেটের ব্যবসা করতেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


চট্টগ্রামের বোয়ালিয়া উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দারফিকুল রেলওয়ে কলোনির একটি দোতলা বাসার  নিচতলার একটি কক্ষে একাই থাকতেন।


শাহজাহানপুর থানা সূত্র জানায়, গতকাল সন্ধ্যার পর তার স্বজনরা বাইরে থেকে কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রফিকুলের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ওই বাসা  থেকে কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি