ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে কারখানায় আগুনে দগ্ধ ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৩১ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

শনিবার ভোরে মিরপুরের শেওড়াপাড়ায় সাদিক অ্যাম্ব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দগ্ধ তিনজন হলেন-মো. মাইনুদ্দীন (২১), আলামীন (২০) ও মো. মাসুম (১৭)।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনেটর চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে মাঈনুদ্দীনের শরীরের ৮০ শতাংশ, আলামীনের ৭৫ শতাংশ ও মো. মাসুমের ৮০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিভেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া একঘণ্টা চেষ্টার পর ৪টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভেতরে ঘুমন্ত অবস্থায় ওই তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি