রাজধানীতে খালেদার মুক্তি চেয়ে বিক্ষোভ, আটক ৩
প্রকাশিত : ১৫:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলের অগ্রভাগে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে দলের নেতাকর্মীরা পল্টন মোড় হয়ে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের দিকে যান। ওই সময় নয়াপল্টন থেকেও একটি মিছিল বের করা হয়।
বিএনপি নেতাকর্মীদের মিছিলের সামনে-পেছনে এবং মতিঝিল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি থাকলেও বিক্ষোভকারীদের কোনো বাধা দেয়নি পুলিশ। তবে মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর আশেপাশের গলি থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান জানান, বিএনপির মিছিলে কোনো বাধা দেয়নি পুলিশ। তবে মিছিল শেষে তিনজনকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিলো কিনা পরে তা খোঁজ নিয়ে জানানো যাবে।
এর আগে, মিছিলটি দৈনিক বাংলা মোড়ে এলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে করে মিছিল ত্যাগ করেন। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে হয়ে গেলে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটিও আশেপাশের গলিতে ঢুকে পড়ে। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ওই সময় রুহুল কবির রিজভী ছাড়া অন্য কোনও সিনিয়র নেতাকে দেখা যায়নি।
উল্লেখ্য, জিয় অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে আজ শুক্রবার বিক্ষোভ করবে তার দল। তাই আজ শুক্রবার জুমার নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আগামীকাল শনিবার সারাদেশে সমাবেশ করবে বিএনপি।
একে// এআর
আরও পড়ুন