ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৫১, ৮ ডিসেম্বর ২০১৭

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় গুলিবিদ্ধ দুই যুবকের লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোররাতে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। নিহত দুই যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, আফতাব নগরের পূর্ব মাথা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে।

ঢাকা মেডিকেল কলেজ  সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে বাড্ডা থানা পুলিশ। পরে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।  লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।

 

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি