রাজধানীতে চিকিৎসকের অবহেলা ও ভুলে যুবক মৃত্যুর অভিযোগ
প্রকাশিত : ০৯:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৫৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৬
চিকিৎসকদের অবহেলা ও শিক্ষানবিশ ডাক্তাদের ভুলে এক গারো যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, এ ঘটনায় মামলা করতে গেলে প্রথমে গড়িমসি করে থানা পুলিশ। ৭ ঘন্টা পর মামলা এজহারভুক্ত করা হয়।
সাজু ম্রং। পড়াশুনা শেষ করে কালিগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। গেল বৃহস্পতিবার বাবার সাথে দেখা করতে ঢাকার উদ্দেশ্য রওনা হন সাজু। পথে দুর্ঘটনার শিকার হলে তাকে ভর্তি করা হয় উত্তরার কার্ডিয়াক কেয়ার এন্ড স্পেশালিস্ট হাসপাতালে। ১দিন পর শুক্রবার সন্ধার পর মৃত্যু হয় তার।
স্বজনদের অভিযোগ, ভূল চিকিৎসায় অল্প বয়সে ঝরে গেছে তরতাজা এই যুবকের প্রান। ডাক্তারের প্যাড ও সীল ছাড়াই সাদা কাগজে ব্যবস্থাপত্র দেয়া হয় সাজুকে।
এদিকে, থানায় মামলা করতে গেলে বিপাকে পড়েন তার স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে রক্ষা করতে দফায় দফায় বৈঠক ও মুঠোফোনে যোগাযোগ করতে থাকে পুলিশ। দীর্ঘ ৭ ঘন্টা পর হাসপাতালসহ অজ্ঞাতনামা ৮ জনের বিরুদ্ধে মামলা নেয়া হয়।
তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিক কথা বলতে রাজি হয়নি পুলিশ।
আরও পড়ুন