ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীতে জমে উঠেছে ইফতার মেলা [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৩ মে ২০১৮

রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে জমে উঠেছে ইফতার মেলা। পুরান ঢাকা ঐতিহ্যবাহি ইফতার সামগ্রীসহ নতুন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নিয়েছে এই মেলায়।

কিছু কিছু খাবার নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও দাম নিয়ে মোটামুটি সন্তুষ্টির কথা জানান তারা। আর বেচা-বিক্রি ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা।

রাজধানীর বসুন্ধরা কনভেন সেন্টারে ২নম্বর হলে প্রথম রমজান থেকেই চলছে ইফতার মেলা। এতে ইফতারীর বাহারি পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।

মেলায় রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহি বাহারি ইফতার সামগ্রী। পাশাপাশি আছে ঢাকার বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ইফতার সামগ্রি। রয়েছে বেশ কয়েক ধরনের বিরিয়ানি, কাবাব, টিকিয়া, চপ, কাটলেট, শাহী জিলাপী, পেয়াজুসহ নানা ধরনের ইফতার সামগ্রী।

নতুন ও পুরান ঢাকার ইফতার সামগ্রী এক জায়গায় পেযে খুশি ক্রেতারা। দাম নিয়ে তেমন কোন অভিযোগ না থাকলেও অভিযোগ রয়েছে কিছু দোকানের খাবারের মান নিয়ে।

বড়দের হাত ধরে ইফতার সামগ্রি কিনতে এসেছে ছোট শিশুরাও। আর বেচা বিক্রিতে সন্তোষ প্রকাশ করেন বিক্রেতারা।

মেলায় ইফতার সামগ্রি ছাড়াও রয়েছে নানা ধরনের মুখোরোচক আচার। মেলা চলবে ২৭ শে রমজান পর্যন্ত।

ভিডিও: 

 টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি