ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ঝুলন্ত লাশ, হাতে তিমির ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ১৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে সোমবার রাতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয় তার হাতে ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর কাজীপাড়ায় এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়

নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে একটি চায়ের দোকানে কাজ করত।

মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সায়েমের লাশ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য এদিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল সায়েমকে দেখে বা কথাবার্তা শুনে কোনো অস্বাভাবিক মনে হয়নি। সে সব সময় উৎফুল্ল থাকত। কখনোই সন্দেহজনক কিছু মনে হয়নি।

 

আর/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি