ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় আশিক শিকদার (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার খালাতো ভাই সিরাজুল ইসলাম গণমাধ্যমে জানান, নড়াইলের নড়াগাতী থানার দরবল্লাহাটি গ্রামের মজিবর শিকদারের ছেলে আশিক। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় থাকতেন। ভ্যানে করে ডিম বিক্রি করতেন তিনি। ভোরে পাগলা থেকে খালি ভ্যান নিয়ে গুলিস্তানে আসছিল ডিম কেনার জন্য। পোস্তগোলা ব্রিজের পূর্ব পাশে একটি বালুর ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান সহ উল্টে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পথচারীরা আশিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি