ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে তরুণীর ‘আত্মহত্যা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:২৮, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর তেজগাঁও কুনিপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বোনের বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ওই তরুণী ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছেন স্বজনরা। নিহত তরুণীর নাম দীপা আক্তার (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামে।

দীপার ছোট বোন শারমিনের ভাষ্য, দীপা তিন সন্তান নিয়ে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় স্বামী শামীম হোসেনের সঙ্গে থাকতেন। কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে দীপাকে মারধর করে বাসা থেকে বের করে দেন তাঁর স্বামী শামীম হোসেন।

তিনি জানান, এর পর সে আমার (শারমিনের) বাসায় ওঠে। মঙ্গলবার রাতে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই তরুণীর আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি