ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ঠিকাদার আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:৪৯, ২৯ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ঠিকাদার আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার রাত ৯টার দিকে মিরপুর শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান আনিস (৪৫)। তিনি কাজীপাড়া এলাকায় থাকেন।

আনিসের পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডের একটি ফার্মেসির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এ সময় মুখোশধারী দুই যুবক তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তার মাথাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি