ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ঠিকাদার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৯ আগস্ট ২০১৭

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক  ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে পশ্চিম শেওড়াপাড়ার ইকবাল রোডে এ ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান (৪৫) ঠিকাদারি ব্যবসায় করতেন এবং তিনি শেওড়াপাড়া এলাকাতে থাকতেন।
মিরপুর থানার এসআই মো. নুরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আনিসুরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে ইকবাল রোডের একটি চা দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন আনিসুর। এসময় মুখোশধারী দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। এতে আনিসুরের মাথা, কান, পিঠ ও হাতে গুলি লেগেছিল।

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি