ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

রাজধানীতে প্যাথলজিক্যাল টেস্টে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত : ১৭:১৯, ১৭ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:১৯, ১৭ অক্টোবর ২০১৬

রাজধানীর সেগুন বাগিচায় প্যাথলজিক্যাল টেস্টে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল বিক্রির দায়ে বায়ো ট্রেড ইন্টারন্যাশনাল নামে আমদানী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সেগুন বাগিচার  সিজান টাওয়ার-২-এ অভিযান চালায়  র‌্যাব এবং ওষুধ প্রশাসনের কর্মকর্তারা। র‌্যাব জানায়, এসময় চীন থেকে আমদানি করা মেয়াদ উত্তীর্ন কেমিক্যাল উদ্ধার করে তারা। এসব কেমিক্যালের প্যাকেটের গায়ে জার্মানির নকল সিল দেয়া ছিল। এ ঘটনায় বায়ো ট্রেড ইন্টারন্যাশনালকে ১০ লাখ জরিমানা অনাদায়ে ২ বছর জেল দেয়া হয়।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি