রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত
প্রকাশিত : ০৯:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৭
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিহত আব্দুল্লাহ কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে। আহত দুই পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মধ্যরাতে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় গুলিতে আহত হন আব্দুল্লাহ। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিলো। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়তে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিনটি গুলি, তিনটি কার্তুজ ও দুটি চাপাতি জব্দ করা হয়েছে।
//এমআর
আরও পড়ুন