ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:১৯, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর জুরাইনে ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন জুরাইন কবরস্থান এলাকায় সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে

আনুমানিক ৩০ বছর বয়স্ক ওই যুবকের পরিচয় জানা যায়নি। শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক গণমাধ্যমকে জানান, রাতে জুরাইন কবরস্থান এলাকায় পল্লবী জোনের ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি