ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসায় ডেকে নিয়ে মডেলকে ধর্ষণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৪, ১৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর কদমতলীতে বাসায় ডেকে নিয়ে এক মডেল ও উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৩ বছর বয়সী ওই তরুণী বুধবার গভীর রাতে কদমতলী থানায় ধর্ষণের অভিযোগ এনে এক অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন। ওই তরুণীর ভাষ্য অনুযায়ী, ২ আগস্ট তিনি ধর্ষণের শিকার হন।

এদিকে মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অভিনেতাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই তরুণী রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং, উপস্থাপনা এবং নাটকেও অভিনয় করেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বুধবার রাতে গণমাধ্যমকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, অভিনয় ও মডেলিংয়ের সূত্র ধরেই উঠতি এক অভিনেতার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়।

২ আগস্ট ওই তরুণ কদমতলীর শনির আখড়ায় নিজের বাসায় তাকে ডেকে নেয়। একপর্যায়ে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে ওই তরুণীর অভিযোগ।

ওসি আরও বলেন, খুব শিগগিরই আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে। তবে গ্রেফতারের স্বার্থে ওই অভিনেতার নাম প্রকাশ করতে তিনি রাজি হননি।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি