ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার বেলা ১২টার দিকে গুলিস্তান ট্রেড সেন্টারের পাশে ক্রসিংয়ে দ্বিতল বাসের ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, একটি বিআরটিসি বাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপর বিআরটিসি বাস জব্দসহ তার চালককে আটক করা হয়েছে।
  
তিনি আরও জানান, তৎক্ষণিকভাবে ওই নারীর নাম ঠিকানা জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার কামিজ। তবে দেখে মনে হচ্ছে ওই নারী ভবঘুরে হতে পারেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি