ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হৃদয় (১৭)। তার বাবার নাম মোসলেম উদ্দিন। মিরপুরের কাজীপাড়া এলাকায় থাকত হৃদয়। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। পাশাপাশি চায়ের দোকান চালাত। 

সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম। 

তিনি বলেন, মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকায় আল হেলাল হাসপাতালের সামনের সড়কে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হৃদয় ঘটনাস্থলেই নিহত হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পলিয়ে গেছে।’

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি