রাজধানীতে বেড়েছে পানি সমস্যা (ভিডিও)
প্রকাশিত : ১৫:০২, ১২ এপ্রিল ২০১৯
রমজান আসন্ন। রাজধানীতে বেড়েছে পানি সমস্যা। কোথাও দিনে- রাতে এক-দু’বার এলেও তা যৎসামান্য। আবার টাকা দিয়েও ওয়াসার গাড়িবাহি পানি না পাবার অভিযোগ করেছেন মহল্লাবাসী।
ঘটনাস্থল শ্যামলীর আদাবর। রাত তখন পৌনে তিনটা। ওয়াসার গাড়ি থেকে পানি নিচ্ছেন মহল্লার মানুষ।
গোপীবাগ, টিকাটুলির আর মিরপুরের এমন দৃশ্য নিত্যদিনের। এসব এলাকার মতোই শ্যামলী, উত্তরা, মহম্মদপুর, বাড্ডা, খিলগাঁওসহ বিভিন্ন ওয়ার্ডের মানুষের শেষ ভরসা ওয়াসার গাড়িবাহী পানি।
ক’দিন আগেও পানির এমন সমস্যা ছিল না রাজধানীতে। রমজান আসন্ন তাই দুর্নীতিবাজও চক্রও সোচ্চার। এরিমধ্যে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। এসব নিয়ে ভূক্তভোগীদের অভিযোগের শেষ নেই।
ওয়াসা বলছে, এ সমস্যা সাময়িক।
অবিলম্বে পানি সমস্যার সমাধান চান বিভিন্ন ওয়ার্ডের মানুষ।
বিস্তারিত দেখুন ভিডিওতে :
এসএ/
আরও পড়ুন