রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তরুণীর মৃত্যু
প্রকাশিত : ১০:৫১, ৪ এপ্রিল ২০২৫

রাজধানীর মুগদা মানিকনগর এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মানিকনগর ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমী আক্তারের প্রতিবেশী মেজবাহ উদ্দিন জানান, সুমী গৃহিণী হলেও বিভিন্ন বাসায় টিউশন করতেন। স্বামী মাহফুজ রহমানের সঙ্গে তিনি মানিকনগর ওয়াসা রোড এলাকায় থাকতেন। তার বাবার নাম সাজু মিয়া।
তিনি আরও জানান, টিউশন শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন সুমী। তখন দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বজনদের ভাষ্যমতে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর সুমীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এসএস//
আরও পড়ুন