ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীতে মাংসের বাজার চড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ৩০ মার্চ ২০১৭

রাজধানীতে এখনো চড়া মাংসের বাজার । গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮শ আর খাসির মাংস ৫শ টাকা। আমদানী থাকলেও উর্ধমুখি মাছের বাজার। এদিকে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

গেল কয়েক মাসে গরু এবং খাসির মাংসের দামের উদ্ধগতিতে কিনছেন না ক্রেতারা। আর তাই আনেকটাই ফাঁকা মাংসের বাজার গুলো।

আমদানী বেশ মাছের বাজারে, যদিও বড় মাছের তুলনায় কমেছে ছোট মাছের পরিমান। জাতীয় মাছ ইলিশ প্রতিটি বিক্রি হচ্ছে ৫শ থেকে ৭শ টাকায়।

শীতের শেষ তাই সবজির দামও কমতির দিকে। গেল সপ্তাহে যেসব সবজি বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ৪০টাকায়।

তবে গেল কয়েক সপ্তাহে দামের হেরফের নেই ডাল তেল লবনসহ নিত্যপণ্যের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি