রাজধানীতে রাস্তা দখল করে আবারো গড়ে উঠছে অবৈধ ট্রাক স্ট্যান্ড
প্রকাশিত : ১৪:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:০১, ১২ ফেব্রুয়ারি ২০১৬
উচ্ছেদের পরও রাজধানীর তেজগাঁওয়ে রাতের বেলায় রাস্তা দখল করে আবারো গড়ে উঠছে অবৈধ ট্রাক স্ট্যান্ড। ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দাবি, রাতে নির্ধারিত স্থানে সব গাড়ি রাখার জায়গা থাকে না বলে বাধ্য হয়ে কিছু ট্রাক রাস্তায় পার্কিং করতে হচ্ছে। তবে সিটি করপোরেশন বলছে, স্থায়ী ট্রাক স্ট্যান্ড না হওয়া পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায়ই মালিকদের গাড়ি রাখার ব্যবস্থা করতে হবে।
গেল বছর ২৯ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে রাস্তার ওপর থেকে অবৈধ ট্রাক পার্কিং উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
উচ্ছেদের পর এতো চওড়া রাস্তা দেখে অবাক হন সবাই। দখলে থাকায় কেউই বুঝতে পারেনি রাস্তাটা এতোখানি চওড়া।
আড়াই মাসের মধ্যেই আস্তে আস্তে আবারো দখল হতে চলেছে রাস্তাটি। তবে দিনে নয়, রাত হলেই রাস্তাজুড়ে রাখা হয় ট্রাক।
বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা ট্রাক মালিকদের। কেউ বলছেন জায়গা নেই আবার কারো যুক্তি নরম মাটির কারণে বাইরে ট্রাক রাখতে হচ্ছে তাদের।
ট্রাক শ্রমিকদের সংগঠন বলছে, স্থায়ী ট্রাক স্ট্যান্ড হলে এ সমস্যাটাই থাকতো না। যে ট্রাকগুলো অস্থায়ী স্ট্যান্ডে জায়গা পাচ্ছে না সেসব ট্রাক পার্কিয়ে মালিকদেরই ব্যাবস্থা করতে হবে জনিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
উচ্ছেদ হওয়া তেজগাঁ ট্রাক স্ট্যান্ড এলাকায় শিগগিরই সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করবে সিটি করপোরেশন।
আরও পড়ুন