ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রাজধানীতে রিজভীর নেতৃত্বে কালো পতাকা মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ২১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:০৬, ২১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নেতৃত্ব কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

রোববার সকাল সাড়ে ৭টায় রাজধানীর কল্যাণপুর শ্যামলী মহাসড়কে কালোপতাকা মিছিলে অংশগ্রহণ করে স্থানীয় বিএনপিসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল করা হয়। মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে ‘ফরমায়েশি’ রায় বাতিলের দাবি করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি