রাজধানীতে সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযান
প্রকাশিত : ২১:২১, ৭ মার্চ ২০২৫

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৫ ও ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় পরিচালিত এই অভিযানে ৬০ জন দালালকে আটক করা হয়েছে।
৬ মার্চ ৯ পদাতিক ডিভিশনের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে রোগী হয়রানি, অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা, অবৈধ লেনদেন, সিরিয়াল ভঙ্গ এবং অনিয়মিত ভর্তি কার্যক্রমের অভিযোগে ৪৮ জন দালালকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ ও সাধারণ রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
এর আগের দিন ৫ মার্চ ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের নেতৃত্বে বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে অবৈধ লাইসেন্স প্রদান ও ঘুষ লেনদেনের অভিযোগে ১২ জন দালালকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং কাফরুল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
এমবি//
আরও পড়ুন