ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ১ হাজার ১৭৪ স্থানে কোরবানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৭, ৪ সেপ্টেম্বর ২০১৭

যত্রতত্র কোরবানির পশু জবাইয়ের কারণে পরিবেশ দূষণ এড়াতে রাজধানী ঢাকাতে ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে দুই সিটি করপোরেশন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থান।


এসব স্থানগুলোতে পশু কোরবানি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে বলে জানায় দুই সিটি। জবাইয়ের নির্ধারিত স্থানগুলোতে একজন করে ইমাম এবং একজন প্রশিক্ষিত কসাই থাকবেন। সেখানে থাকবে প্যান্ডেল এবং পানির ব্যবস্থা।


দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর শফিকুল আলম গণমাধ্যমকে জানান, দক্ষিণ এলাকায় প্রায় আড়াই লাখের বেশি পশু কোরবানি হতে পারে এবার। নির্ধারিত স্থানগুলোর ব্যবস্থাপনার জন্য প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে।


উত্তর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, নির্ধারিত জায়গায় মানুষ অনেক সময় আসতে চায় না। তারা বাড়ির নিচে করতে চায়। কিন্তু এবার আমরা চেষ্টা করব রাস্তায় কোরবানি যাতে না হয়।

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি