ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

রাজধানীতে ৩ ভবনের আগুনের ঘটনায় নিহত ২, ক্ষয়ক্ষতি ব্যাপক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:০০, ৩ জুলাই ২০১৭

রাজধানীর উত্তরায় চার নম্বর সেক্টরে পাশাপাশি তিনটি ভবনের আগুনের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ভোররাতের এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় ৬ ঘন্টা চেষ্টা চালিয়ে সকালে সাড়ে ১০টার দিকে আগুন নেভায়। গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি।
ভোর সাড়ে ৪ টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের সী-শেল আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তিন তলায় আগুনের সুত্রপাত। মুর্হুতেই আগুন ছড়িয়ে পড়ে লাগায়ো ভবনের একুশে রেস্তোরাসহ আরো একটি ভবনে।  
এলাকাবাসী দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে আসে ১৫টি ইউনিট। এরমধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ভবন তিনটির কয়েকটি ফ্লোরের মূল্যবান জিনিসপত্র। স্থানীয়রাও আগুন নেভানোর কাছে সহায়তা করেন। ভবনে আটকে পড়া কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চোখের সামনে নিজ প্রতিষ্ঠানে আগুনের এমন তান্ডব মানতে পারছেন না অনেকেই। কান্নায় ভাষা হারিয়ে বিলাপ করছেন কেউ কেউ।
আগুন লাগার কারণ জানা না গেলেও গ্যাসের চুলা থেকে ছড়াতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে দমকল বাহিনী। কারন অনুসন্ধানে গঠন করা তদন্ত কমিটি আগামী ১৫ দিনের মধ্যেই রিপোর্ট পেশ করবে বলে জানান এই কর্মকর্তা।
এদিকে, আগুনের ধোঁয়ায় সী-শেল হোটেলের ৩০২ নম্বর রুমে আটকে পড়া ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি