ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ৩দিনব্যপি পর্যটন মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ১৮ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

 

রাজধানী’র বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে, তিন দিনের পর্যটন মেলা।

সপ্তম বারের মত, পর্যটন খাতে দেশের এই বৃহৎ আয়োজন আগামী ২০ থেকে শুরু হয়ে চলবে, ২২ তারিখ পর্যন্ত। এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে, সংবাদ সম্মেলন করে, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াব। এবারের আয়োজনে, ১০টি প্যাভিলিয়ন, ১৮টি মিনি প্যাভিলিয়নসহ প্রায় ১৪০টি স্টল থাকবে। মেলায় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আর্ন্তজাতিক হোটেল, রিসোটসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা অংশগ্রহন করবে। এছাড়া, ১৩টি দেশের ৫০ জন, বিদেশী এক্সিবিটর এই মেলায় থাকবে বলে আশা করা হচ্ছে বলেও জাননো হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি