ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা

প্রকাশিত : ২০:১৩, ২ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৪, ২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীবাসীর তথ্য সংগ্রহের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা। তবে অনেকের কাছেই এখনো পৌছায়নি পুলিশের নির্ধারিত ফরম। উদ্যোগ সফল করতে পুলিশকে আরো তৎপর হওয়ার আহবান জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। varatiaরাজধানীতে বাসা ভাড়া নিয়ে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘ দিনের। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জঙ্গি গোষ্টীর সাথে জড়িত আনেককে আটকও করেছে পুলিশ। উদ্ধার করা হয়, অস্ত্র-বোমা। এমন পরিস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ২০১৫ সালের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র ও পেশাসহ ১৭ ধরনের তথ্য চেয়ে বাড়িওয়ালাদের কাছে অন্তত ১০ লাখ ফরমও পাঠানো হয়। কিন্তু তাতে খুব একটা সাড়া মেলেনি। থানাগুলোতে জমা পড়েছে মাত্র আড়াই লাখ ফরম। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি এলাকা থেকে তাজা গ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ওইসব এলাকায় বাসা ভাড়া নিয়ে কার্যক্রম চালাতো জঙ্গিরা। তাদের বিষয়ে কোনো তথ্যই ছিল না ওইসব বাড়ির মালিকদের কাছে। এসব ঘটনা আমলে নিয়ে গেল রোববার সংবাদ সম্মেলন করে, বাড়ির মালিক ও ভাড়াটিয়াদেরকে ১৫ মার্চের মধ্যে থানায় তথ্য জমা দেওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশের এই উদ্যোগকে বাড়ির মালিকরা সাধুবাদ জানালেও অনেকের কাছে পৌঁছায়নি তথ্য সংগ্রহের ফরম। একই চিত্র পাওয়া গেছে ভাড়াটিয়াদের সাথে কথা বলেও। রাজধানীবাসির তথ্য সংগ্রহে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ আরো সচেষ্ট হবে এমন প্রত্যাশা বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি