রাজধানীর কল্যাণপুরে জঙ্গী আস্তানায় র্যাব-পুলিশের অভিযানে ৯ জন নিহত
প্রকাশিত : ১০:২৩, ২৬ জুলাই ২০১৬ | আপডেট: ১০:২৩, ২৬ জুলাই ২০১৬
রাজধানীর কল্যাণপুরে জঙ্গী আস্তানায় র্যাব-পুলিশের অভিযানে ৯ জন নিহত হয়েছে। আহত অবস্থায় আটক হয়েছে আরও একজন। নিহতরা সবাই জঙ্গি বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। সোমবার রাতে সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে ঐ এলাকায় তল্লাশি চালাতে গেলে জঙ্গি আস্তানার খোঁজ পায় পুলিশ।
কল্যাণপূরে থাকতে পারে জঙ্গীদের আস্তানা, এমন খবরের ভিত্তিতে সেখানে তল্লাশি চালাতে যায় পুলিশ। তাদের সহায়তায় এগিয়ে আসেন এলাকার বাসিন্দারাও। তারা বলছেন, পাচ নম্বর সড়কের জাহাজ বাড়িতে তল্লাশি চালাতে গেলেই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভেতর থেকে পুলিশের উপর চলে গুলি। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে র্যাব-পুলিশ।
এসময় জঙ্গীদের একজন পাচতলা বাড়িটির ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে পা ভেঙ্গে ধরা পরে পুলিশের হাতে।
এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি বাড়াতে থাকে পুলিশ। র্যাব, পুলিশ, সোয়াতের পাশাপাশি ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর সদস্যরাও। সকাল পৌনে ছয়টার সময় শুরু হয় অপারেশন স্টর্ম টুয়েনটি সিক্স। চলে গুলি বিনিময়।
কখনো থেমে থেমে আবার কখনোবা অবিরাম গতিতে গুলির শব্দ পাওয়া যায় প্রায় এক ঘন্টা ধরে।
অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার সহ উর্ধ্বতন কর্মকর্তারা। নয় জঙ্গী নিহত হওয়ার কথা নিশ্চিত করেন তারা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে কেন্দ্র করে কল্যাণপূরের সব গলিপথ বন্ধ থাকে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় যান চলাচল।
আরও পড়ুন