ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর কারওয়ান বাজারে আগুনে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা

প্রকাশিত : ১৭:১৬, ২ মে ২০১৬ | আপডেট: ১৭:১৬, ২ মে ২০১৬

রাজধানীর কারওয়ান বাজারে আগুনে সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। মার্কেট কমিটি বলছে, ষড়যন্ত্র করে লাগিয়ে দেয়া হয়ে থাকতে পারে এই আগুন। তবে, একটি দোকানের জেনারেটর থেকে অগ্নিকান্ড ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এদিকে, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরুপনে তালিকা করছে ঢাকার জেলা প্রশাসন। কারওয়ান বাজার হাসিনা মার্কেট এখন ধ্বংসস্তুপ। পুড়ে যাওয়া দোকানের ছাইয়ের মধ্যে নিজের শেষ সম্বল খুঁজছেন দোকানীরা। অগ্নিকান্ডের একদিন পরেও পোড়া কয়লা থেকে বের হচ্ছে ধোয়া। মার্কেটটির ১৮৬টি দোকানের প্রায় সবগুলোই একেবারে নিশ্চিহ্ন। ব্যবসায়ীরা বলছেন, আগুনে পুড়েছে তাদের ব্যবসার শেষ পুঁজিটুকুও। তাদের অভিযোগ, ফায়ার সার্ভিসের গাফিলতিতেই আগুন ছড়িয়ে পরে পুরো এলাকাজুড়ে। জীবন যুদ্ধে আবার উঠে দাঁড়াতে সরকারের সহায়তা চান এসব ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। মার্কেটটির মালিক সমিতির অভিযোগ, নাশকতা করেও এই আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে কেউ। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটির কাছ থেকে নিশ্চিত হয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, একটি দোকানের জেনারেটর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। এদিকে, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরুপনে এরইমধ্যে তথ্য নেয়া শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় অগ্নিকান্ডে পুড়ে যায় হাসিনা মার্কেটের ১৮৬টি দোকানসহ আশপাশের অস্থায়ী দোকানও। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি