ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাজধানীর কয়েকটি এলাকায় পানির সঙ্কক

প্রকাশিত : ০৯:৫৭, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৪৮, ২৭ মার্চ ২০১৬

চৈত্রের খরতাপে মারাত্মক পানি সঙ্কটে পড়েছে রাজধানীর লালমাটিয়া, পুরান ঢাকাসহ আরও কয়েকটি এলাকার মানুষ। কিছু এলাকায় পানির লাইনে ঢুকছে কেঁচোসহ নানা আবর্জনা। এ’সব এলাকাবাসীর ক্ষোভ, অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না ওয়াসার পানির গাড়ি। চৈত্রের দাবদাহে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা, তখন রাজধানীর বেশকিছু এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। লালমাটিয়ার কয়েকটি ব্লকে ঠিকমতো পানি মিলছে না দেড় থেকে দু’মাস। ফোন করে কিংবা অভিযোগ দিয়েও সমস্যার সমাধান হয়নি। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড, নিমতলী, চাঁনখারপুলসহ আশপাশের সবগুলো গলিতেই পানির সঙ্কট। দয়াগঞ্জ, গেন্ডারিয়া, বংশালের কিছু এলাকায় অল্পস্বল্প পানি থাকলেও তা একেবারেই খাওয়ার অনুপযোগী। ওয়াসা বলছে, সমস্যা সাময়িক। শিগগিরই সমাধান হবে। অবিলম্বে পানির সমস্যা দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি