রাজধানীর গুলশানে রেস্তোঁরায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন
প্রকাশিত : ১৪:০৬, ৩ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:০৬, ৩ জুলাই ২০১৬
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।
সকাল থেকে শুরু হয়েছে দুইদিনের শোক। জাতীয় সংসদ ভবন, রাষ্ট্রীয় স্থাপনা, জাতীয় গুরুত্বপূর্ণ ভবন সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোক পালন করছে একুশে টেলিভিশন পরিবার। কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কর্মীরা কালো ব্যাজ ধারন করেছেন। এছাড়া মন্দির, মসজিদ সহ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারন মানুষও কালো ব্যাজ ধারন করে শোক দিবসে একাত্মতা ঘোষণা করেছেন। সন্ত্রাসী হামলায় ৩ বাংলাদেশী ও ১৭ বিদেশী নাগরিককে জিম্মি করে হত্যা করা হয়।
আরও পড়ুন