ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাজধানীর পথে পথে উৎসব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ১৯ জানুয়ারি ২০১৯

আওয়ামী লীগের বিজয় সমাবেশ ঘিরে রাজধানী ছিল উৎসবমুখর। রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন নিয়ে নেতা-কর্মীরা যোগ দেয় সমাবেশে। মাঠে ঐক্যবদ্ধ থেকে দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করার কথাও জানান তারা। নেতা-কর্মীদের মতে, উন্নয়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার চর্চা বাড়ানো প্রয়োজন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ।

সমাবেশ ঘিরে ঢল নামে মানুষের। আনন্দ মিছিল আর শ্লোগানে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশ।

বাদ্যের তালে তালে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড আর নৌকা প্রতীক নিয়ে হাজির হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভা রুপ নেয় জনসমুদ্রে।

সভামঞ্চের আশপাশ কানায় কানায় ভরে ওঠায় সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বসেও প্রিয় নেতার ভাষণ শোনেন নেতাকর্মীরা। 

বিজয় সমাবেশকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দিক-নির্দেশনা সভা বলেই মনে করেন আগতরা।

উন্নয়নের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনার চর্চার ব্যাপারেও সজাগ থাকার প্রত্যয় নেতাকর্মীদের।

আর নারীর ক্ষমতায়নে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নারী নেত্রীরা।

মাঠের কর্মীদের ঐক্য আর দলীয় আদর্শে উজ্জীবিত থাকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করা সম্ভব হবে বলে মনে করেন নেতা-কর্মীরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি